বাংলাদেশের পাদুকা শিল্প সংকুচিত হচ্ছে কি
সাইদ শাহীন
তৈরি পোশাকের পরই রফতানিতে সম্ভাবনাময় খাত হিসেবে দেখা দিয়েছিল চামড়াজাত পণ্য পাদুকা। কয়েক বছর ধরে রফতানিতে ধারাবাহিক প্রবৃদ্ধি পেয়ে আসছিল পণ্যটি। কিন্তু ধারাবাহিকতায় ছেদ পড়েছে গত এক বছরে। করোনার আগেই পণ্যটির উৎপাদন ও রফতানি দুটোই কমার দিকে ছিল, করোনা এসে তা আরো কমিয়ে দিয়েছে। এক বছরের ব্যবধানে জুতার রফতানি কমেছে প্রায় ১৪ শতাংশ। সেই সঙ্গে বৈশ্বিক মোট উৎপাদনে বাংলাদেশের অংশ ১ দশমিক ৯ শতাংশ থেকে কমে ১ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। ফলে শীর্ষ ১০ উৎপাদনকারী দেশের তালিকায় ষষ্ঠ থেকে অষ্টম অবস্থানে নেমে এসেছে বাংলাদেশ।
প্রকাশ: অক্টোবর ০৪, ২০২০ (বণিক বার্তা)